দি ঢাকা গেজেট. কম বাংলাদেশের একটি উদীয়মান সংবাদ মাধ্যম। অনলাইনভিত্তিক সংবাদপত্রটি ফ্রি টু একসেস ২৪/৭। বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সংবাদ পৌঁছে দিতে কাজ করছে দি ঢাকা গেজেট। বাংলাদেশের জাতীয় ও মফস্বল সংবাদের পাশাপাশি আন্তর্জাতিক, খেলাধুলা, বাণিজ্য, শিক্ষা, ক্যাম্পাস, চাকুরির খবর, ক্যারিয়ার, বিনোদন, লাইফস্টাইল সংক্রান্ত খবর ঢাকা গেজেট প্রকাশ করে থাকে। তথ্যপ্রযুক্তির যুগে গুজব ও অসত্য তথ্যের ভিড়ে, সংবাদের তথ্যের বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা, সত্যতা নিশ্চিত ঢাকা গেজেট বদ্ধপরিকর।
২০২১ সালের ৬ মার্চ যাত্রা শুরু করে দি ঢাকা গেজেট। বাংলার পাশাপাশি ইংরেজি সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববাসীর কাছেও বাংলাদেশের ইতিবাচক উপস্থাপন করছে দি ঢাকা গেজেট। জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে সবার আগে নির্ভরযোগ্য সংবাদটি পৌঁছে দিতে দি ঢাকা গোজেটে কাজ করছেন একদল তরুণ সাংবাদিক।