আমরা বাঙালি বীরের জাতি পৃথিবীতে পরিচিত,
এক সাগর রক্তের বিনিময়ে করেছি মানচিত্র খচিত।
পাকসেনাদের বঞ্চনা আর শোষণ থেকে পেতে পরিত্রাণ,
স্বাধীনতার তরে নির্দ্বিধায় মোরা বিলিয়েছি তাজা প্রাণ।
৭১ এ মুক্তিযুদ্ধে দিয়েছি মোরা পাড়ি,
প্রাণের চেয়েও অতিপ্রিয় আপনজনদের ছাড়ি।
জাতির পিতা বঙ্গবন্ধুর মহান বাণী শুনে,
স্বাধীনতার অদৃশ্য বীজ বুনিয়েছি আনমনে।
স্বাধীনতা শব্দ টি পেতে
হারায়েছি মোরা ৩০ লক্ষ্য তাজা প্রাণ।
সাথে হারিয়েছি প্রায় ২ লক্ষ
মা বোনের সম্মান।
উন্নত অস্ত্র ছিল না তেমন,
প্রয়োগ করেছি অদম্য কৌশল,
একতা, দেশপ্রেম আর আত্মবিশ্বাস নামক পুজি মোদের,
নয় মাসের যুদ্ধে একমাত্র সম্বল।
স্বাধীনতার স্বাদ পাবো বলে
লড়েছি বীরবেশে,
বুলেট আর মারণাস্ত্রের আঘাতেও কাদিনি মোরা,
প্রাণ দিয়েছি হেসে।