নিজস্ব প্রতিনিধি:
শিক্ষা জাতির মেরুদণ্ড। বাঙালি বীরের জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন এই মার্চ মাসে। এই মাসে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যদি অধ্যাবসা, দেশপ্রেম এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা এই তিন নীতি মেনে চলেন তাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা।
তিনি আরও বলেন কেউ বাঙালি জাতিকে দাবায়ে রাখতে পারেনি, পারবেও না।
ব্রাহ্মণবাড়িয়া জেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন এসব কথা বলেন তিনি। (২২ মার্চ)বুধবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।
চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর মৃধার এর সভাপতিত্ব এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুল আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান শিশির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তাকিম আহমেদ, সাবেক ডিএমপি পুলিশ কর্মকর্তা আবুল কাশেম ভুইয়া, পুলিশ পরিদর্শক মো: মাসুদ, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: রাজ্জাক ফকির, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামসুল হক, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো: হোসাইন আহমেদ, ৮ নং ওয়ার্ডের মেম্বার সিরাজ মিয়া, শিক্ষানুরাগী সদস্য মো: সুলতান আহমেদসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান বক্তার বক্তব্যে মো: রাজু বলেন, তোমরায় দেশের ভবিষ্যৎ। তোমরা ভালভাবে লেখাপড়া করে দেশের জন্য কাজ করবে। দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে। তোমরা শিক্ষিত হয়ে, যেমনটি চাইবে, তাই হবে। তোমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে, কেউ ডাক্তার হয়ে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে, আবার কেউ বিজ্ঞানী হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।তিনি ছাত্র-ছাত্রীদের লক্ষ্য স্থির করে লেখাপড়া করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মিজানুর রহমান শিশির বলেন,শিক্ষা সুযোগ নয়,শিক্ষা হচ্ছে অধিকার। এক সময় শুনতাম বাংলাদেশ কোনদিন উন্নত হবে না। সে ধারণা এখন মিথ্যায় পরিণত হয়েছে। এখন উন্নয়ন দেখে বাংলাদেশ নিয়ে বিদেশে গবেষণা হয়। ছাত্রছাত্রীরা যদি অধ্যাবসা, দেশপ্রেম এবং গুরুজনের কথা মেনে চলেন তাহলে তাদের লক্ষ্য অর্জনের পথ কেউ দাবিয়ে রাখতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে মো: মোস্তাকিম আহমেদ বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা ও সুকুমারবৃত্তি চর্চা করতে হবে। যথাযথ পাঠদান শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধি করে। মনে রাখতে হবে, প্রকৃত শিক্ষা অর্জন নিজের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দেয়। ক্লাসে প্রথম হওয়ার জন্য অসাধারণ মেধাবী হওয়ার প্রয়োজন নেই। আসলে ক্লাসে প্রথম হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম হওয়ার পূর্বশর্ত হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ একজন শিক্ষার্থী তার জীবনে পরিপূর্ণতার স্বাদ পেতে পারে, সেরা ছাত্র বা ছাত্রী হতে পারে, যদি তার জীবনযাত্রায় আনতে পারে ইতিবাচক পরিবর্তন। তিনি ছাত্রছাত্রীদের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নের অংশযাত্রী হওয়ার আহব্বান জানান।
স্কুলের প্রধান শিক্ষক মো: সামসুল হক বলেন, তোমাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা শিক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষার্থীদের জীবনে এটাই প্রথম ধাপ। এর শুরুটা যদি ভাল হয় তাহলে জীবনের সব ধাপ পেরিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। মনযোগ সহকারে পরীক্ষায় অংশ নেবে।
সব শেষে অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিলানী।