স্টাফ রিপোর্টার:- নিজ গ্রামে পরিত্যক্ত ও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন তালুকদার।তার নিজ বাড়ির উঠানে আলু, বেগুন, মরিচ, সিম এর আবাদ করেন। তাছাড়াও সরকারি রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে লাল শাক, মূলা, শালগম,লাউ, মিষ্টিকুমড়া, বিভিন্না ধরনের বেগুন ও নানা জাতের সীম চাষ করেন।
তাকে এই সবজী চাষ করতে সাহায্য করছেন তার কাকা আব্দুল হক তিনি আওয়ামী লীগের দূর দিনের ত্যাগী নেতা।তিনি ৯০ দশকের ছাত্রলীগ নেতা ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নির্বাচনে ঢাকা কল্যানপুর আওয়ামী লীগ এর নির্বাচনী অফিস করায় তাকে ব্যাপক বাধা বিপত্তী সমূখীন হতে হয়। এবং ৯৬ এর নির্বাচনে আওয়ামীগ ১মে ক্ষমতায় না আসতে পারলে নিজের জীবন বাচাতে তাকে তখন তার কল্যানপুরের ছেড়ে পালাতে হয়।৯৬ এর নির্বাচনে ১মে বিএনপি কাটোচুপির মাধ্যমে ক্ষমতায় আসে এসেই তারা আওয়ামী লীগের পরিবারের উপর নির্যাতন শুরু করেন। তাদের নির্যাতনের মাত্র এতোটাই অসহনশীল ছিলো যে পরবর্তীতে তারা ভাইয়েরা তাদের কল্যানপুরের বাড়ি নাম মাত্র মূল্যে বিক্রি করে তাদের গ্রামের বাড়িতে চলে আসেন।
ছাত্রনেতে ফরহাদ আরো জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও পিরোজপু জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক এর অনুপ্রেরনায় কৃষি কাজ করেন। তাছাড়াও তার সদরের বাসার খালি অংশে পরিক্ষামূলক ভাবে হাঁস,মুরগী, কবুতর ও কোয়েল পালন শুরু করেছে৷
সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বরগুনা পলিটেকনিক ছাত্রলীগ। সাবেক সহ-সম্পাদক কাউখালী উপজেলা ছাত্রলীগ।সাবেক সদস্য, কাউখালি উপজেলা ছাত্রলীগ।বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাহী সংসদ। লিও কো-অর্ডিনেটর ৩১৫ বাংলাদেশ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। সাবেক সফল সেক্রেটারির ও ট্রেজারার লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ এ১, বাংলাদেশ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
সাবেক কাব ক্লাব চেয়ারপারসন টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল।সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক লিও ক্লাব অফ বরিশাল গ্রীন।
সদস্য আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)।
স্টাফ রিপোর্টার দৈনিক ভোরের কন্ঠ।
ফরহাদ হোসেন একঝাক তরুন ও মেধাবী ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সময় সেবা মূলক কার্যক্রম করতে দেখা যায় মানবিক ছাত্র নেতা ফরহাদ হোসেন তালুকদারকে। কাউখালিতে নিজ বাসায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই দুধ ও চিনি তুলে দিয়েছেন।তাছাড়া তিনি কম্বল বিতরণ,রাস্তা মেরামত,হুয়িল চেয়ার বিতরন, বিভিন্ন ত্রান বিতরণ সহ নগদ অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রেখেছে মানবিক ছাত্রলীগ নেত ফরহাদ হোসেন তালুকদার।