জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ খানের সম্পাদিত “বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও ভাবনা” বইটি আগামী ২৫ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৪ টায় বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত মঞ্চে মোড়ক উন্মোচিত হবে।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, ট্রেজারার ড. কামালউদ্দীন আহমদ, বাংলা একাডেমির সচিব হাসানাত লোকমান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
বইটির মোড়ক উন্মোচিত হবার পর যথারীতি বইটি পাওয়া যাবে বইমেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (স্টল নং ৬৭৩) ও উত্তরন স্টলে (স্টল নং ৮৯-৯০)।
বইটিতে শিক্ষাখাতে দেশবরেণ্য ব্যক্তিদের লিখায় ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু কিভাবে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে টেনে তুলতে চেয়েছিলেন। ‘৭৫ এ ঘাতকের নির্মম বুলেটে মৃত্যুবরণ করার আগ অবধি দেশের মানুষকে একটি শিক্ষিত জাতিতে পরিনত করার প্রয়াস তুলে ধরা হয়েছে বইটিতে।
বইটি সম্পাদনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিয়াদ খান বলেন, বইটি প্রকাশ করতে গিয়েও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জেনেছি। অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি বই প্রকাশ করবো যেখানে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু তার ক্ষণজন্মা এ জীবনে কি কি উদ্যোগ নিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটাকে কিভাবে শিক্ষিত জনগোষ্ঠী তৈরির মাধ্যমে ঠিক করা যায়, তা থাকবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম শুধু বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার নেতৃত্বটাই বেশি দেখে। কিন্তু তিনি যে শিক্ষার ক্ষেত্রেও যে তার অনন্য অবদান ছিলো, তার দূরদর্শী শিক্ষা দর্শন যে একুশ শতকেও আমাদের অনুপ্রেরণা হতে পারে, তা বইটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দূরদর্শী নেতা ছিলেন। তার রাজনৈতিক চিন্তা-চেতনা, দেশপ্রেম, মানবতাবোধ শিক্ষাদর্শন ছিল অভূতপূর্ব। অবাধ অন্ধকারের গহ্বরে বিদ্যমান একটি জাতিকে এ বঙ্গবন্ধু একক বিচক্ষণ নেতৃতের মাধ্যমে। পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে স্বাধীনতার আলোকে আলোকিত করে বিশ্বের দরবারে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেন। তার অনবদ্য নেতৃতের গুণেই বাংলাদেশ একটি সার্বভৌম দেশে পরিণত হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মেধাবী শিক্ষার্থী রিয়াদ খান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগে সরাসরি যুক্ত ছিলেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সদস্য হিসেবে কিশোরগঞ্জ -৪ আসনে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সাথে।
বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।