নিজস্ব প্রতিবেদক:
বইমেলায় সাড়া জাগানো বেশ কয়েকটি গল্প, উপন্যাস ও কাব্যগ্রন্থ নিয়ে এসেছে প্রথমবার অমর একুশে বইমেলায় স্টল পাওয়া কণ্ঠস্বর প্রকাশনী।
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি রেজাউদ্দিন স্টালিন এর “ডায়োজেনিসের লণ্ঠন “, কবি ফুয়াদ স্বনম এর অণু কাব্য ” বেদনার শিরোনাম” , সাফিকা জোহরা জেসি’র কাব্যগ্রন্থ “অনেক” প্রবাসী লেখক শায়লা জাবিনের উপন্যাস “নিচতারা” সহ প্রায় অর্ধশত বই নিয়ে কণ্ঠস্বর প্রকাশনী তাদের স্টল সাজিয়েছে। তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিনের নিয়মিত উপস্থিতি আর এপার ওপার দুই বাংলার জনপ্রিয় তরুণ কবি ফুয়াদ স্বনমসহ নবীন প্রবীণ একঝাক সাহিত্যিকের আড্ডায় মুখরিত হয়ে থাকে প্রতিদিন।
ইতিমধ্যে ফুয়াদ স্বনম এর বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় মুদ্রণ সম্পন্ন করেছে প্রকাশনী। বর্তমানে ২য় মুদ্রণের বই পাওয়া যাচ্ছে স্টলে। এছাড়াও বাংলা একাডেমির জীবন সদস্য কবি ও ছড়াকার আতিক হেলাল এর শিশুতোষ ছড়ার বই “পাখি হবো”, কবি ইয়াছির আরাফাতের “প্রৌঢ় প্রহেলিকা” এবং আমিনুল ইসলাম তুহিন এর ছোট গল্পের বই “হৃদয়ের আইসোলেশন ” পাঠকের মন কেড়েছে।
অল্প সময়ের মধ্যে ব্যতিক্রম বেশ কিছু বই উপহার দিয়েছে এ প্রকাশনী। যার একটি হলো “নৈশ্বব্দের গুঞ্জরন “। ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেশাল ব্রাঞ্চের ডি আই জি শামীমা বেগমের কবিতা ও প্রচ্ছদ শিল্পী রুমিন ফারহানার নিজ হাতে তোলা বেশ কয়েকটি অসাধারণ ফটোগ্রাফি নিয়ে প্রকাশিত হয়েছে এই বইটি। এছাড়া প্রবাসী অগ্রজ কবি এস এম মোস্তাক আলী ও তাঁর কন্যার যৌথ কাব্যগ্রন্থ আটপৌরে ভালোবাসা একটি চমৎকার সৃষ্টি।
জীবনের জন্য সাহিত্য শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া কণ্ঠস্বর প্রকাশনীর বই ৫৬১ নং স্টলে পাওয়া যাচ্ছে নতুন আসা ৩৮ টি বই ছাড়াও মোট অর্ধশত বই যার বেশ কিছু বই ইতিমধ্যে পাঠক মনে জায়গা করে নিয়েছে। আসছে ২১ তারিখও প্রকাশিত হবে খাদিজা হীরার কাব্যগ্রন্থ “স্পর্শের বাইরে” ছাড়াও একাধিক বই।
কণ্ঠস্বর প্রকাশনির পরিচালক ও সম্পাদক মোস্তাফিজুর রহমান রেমন্ড বলেন, ‘কণ্ঠস্বর প্রকাশনীর স্লোগান ‘জীবনের জন্য সাহিত্য’। আমরা এই মন্ত্র ধরেই এগিয়ে যেতে চাই। আমরা চাই সাহিত্য হোক আমাদের যাপিত ও আগামী জীবনের প্রতিচ্ছবি। আমরা চাই ভালো লেখা প্রকাশ করতে। ভালো পাঠক তৈরি করতে। এছাড়াও সমাজের অন্ধকার দূর করতে সাহিত্য সংগঠক হিসাবে তিনি আমৃত্যু কাজ করে যেতে চান কবি, লেখক ও সংগঠক মোস্তাফিজুর রহমান রেমন্ড।