নিজস্ব প্রতিবেদক :
ইউসেপ আর কে চৌধুরী টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল ক্যাম্পাসের ছাদে এবং পার্শ্ববর্তী মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এর আগে স্কুলটির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বল পাসিং, লং জাম্প, বেলুন ফাটানো, মেরিট টেস্ট, যেমন খুশি তেমন সাজো ও মোরগ, চামড় দৌড়, বালিশ বদল, সুই-সূতা দৌড়, ক্রিকেট বড় ছোড়া, মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ তা উপভোগ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর মোহাম্মদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম আহমেদ, স্কুলের সিনিয়র ইন্সট্রাক্টর সুমন্ত সাহা, মুজিবুর রহমান, নাছিমা আক্তার, শরিফ হোসেন, জান্নাত বেগম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাধূলা পরিচালনা করেন ইউসেপ আর কে চৌধুরী টেকনিক্যাল স্কুলের ইন্সট্রাক্টর সাগর ইসলাম। খেলাধূলা শেষে সাগর ইসলাম বলেন,
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক, রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।
প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ তালুকদার বলেন,বাংলাদেশের বিভিন্ন শহরে থাকা অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মৌলিক শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউসেপ কাজ করে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিশুদের নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হবে এবং অপরাধমূলক কাজকর্ম থেকে দূরে থাকবে।