জবি প্রতিনিধি:
ঋতুর রাজা বসন্তকে বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ করেছে নানা আয়োজন।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বসন্তবরণের আয়োজন করে বিভাগটি।
অনুষ্ঠানে সকালে থেকেই বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শাড়ি পাঞ্জাবি পড়ে আসতে শুরু করেন। এসময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি জয়। নাচ-গান, কৌতুক,কবিতা আবৃত্তি,রম্য-বিতর্ক ও ডিজে আয়োজনের মাধ্যমে সারাদিনব্যাপী ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল। বসন্ত এবং ভালবাসা দিবস নিয়ে রম্য বিতর্ক হয়। বিতর্কের মাধ্যমে ছাত্ররা দাবি জানান ছাত্রাবস্থায় প্রেম সরকারীকরণ করা হউক অথবা নিষিদ্ধ করা হউক। মেয়েরা তার বিপরীতে যুক্তি দিয়ে প্রমাণ করে শুধু টাকা খরচ নয় সততা, আন্তরিকতার মাধ্যমেও প্রেম হয়।
বসন্তবরণ অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, ড. লিয়াকত হোসেন মাহমুদ, মো. আব্দুল মান্নান, ড. মো. শাখাওয়াত হোসন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল কর্মকাণ্ড জ্ঞান অর্জন ও অন্বেষণ হলেও মানবিক সুকুমারবৃত্তি জাগ্রত করতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম সুযোগ হয়ে ওঠে এ ধরনের উৎসবের মাধ্যম।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমাদের সমস্ত উৎসব মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে ঘনিষ্ঠ করার জন্য, আরও কাছে আনার জন্য। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীর সুপ্ত প্রতিভা বিকশিত হয়। বাঙ্গালী সাংস্কৃতিক জাতি। আর সংস্কৃতি আমাদের প্রাণ। এমন সাংস্কৃতিক এবং সৃজনশীল কাজের সাথে আমরা একাউন্টটিং বিভাগ সবসময়ই আছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।