ডেস্ক রিপোর্টঃ:
ফেনী সরকারি কলেজের ২০২২ – ২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের মাঝে ফেনী ২ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করে ফেনী কলেজ ছাত্রলীগ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি তাদের খাতা এবং কলম উপহার দেয়া হয়।
নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পতাকা তুলে দেন ফেনী কলেজ ছাত্রলীগ। এসময় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবীব নবীন শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে ছাত্রলীগের পক্ষ থেকে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।