অমিত হাসান অপু(ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও মো. বাহারুল ইসলাম মোল্লা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত হওয়া ভোটে বাহারুল ইসলাম মোল্লা জয়লাভ করেন। রিয়াজ উদ্দিন জামি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি পদে নিয়াজ মোহাম্মদ খান বিটু, যুগ্ম সাধারন সম্পাদক পদে শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ পদে মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক পদে মো. মোজাম্মেল চৌধুরী, সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীন জয়লাভ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এইচ এম সিরাজ।