নিজস্ব প্রতিবেদক:
বেলুন ও কবুতর উড়িয়ে ছাত্রলীগের ৩০তম সম্মেলনের উদ্বোধন করেছেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে আসার পর জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।
সম্মেলনের প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণ করার আগে ছাত্রলীগের দলীয় সংগীতের সাথে তালমিলিয়ে হাতে তালি দিয়ে উপস্থিত নেতা কর্মীদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসনগ্রহণ করার পর প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার। এরপর সম্মেলনস্মারক প্রদান করেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অভ্যর্থনা উপ কমিটির সদস্যরা ব্যাচ পরিয়ে দেন প্রধান অতিথিকে।
এদিকে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে উপলক্ষে সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। সকাল ৮টার মধ্যেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চার পাশে অবস্থান নিতে দেখা যায় বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের।
একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল করে সম্মেলনে যোগ দেয়। সব মিলিয়ে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকাতে।
সর্বশেষ ছাত্রলীগের সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন।
২০২০ সালের ৪ জানুয়ারি ‘ভারমুক্ত’ হন তারা।