ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ আইন-বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ও পরিশ্রমী ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কৃতি সন্তান সুজন মিয়া। প্রায় এক যুগের ছাত্রলীগের রাজনীতির মূল্যায়ন হিসেবে এই পদবী পেয়েছেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত চিঠিতে তাকে বাংলাদেশ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতৃবৃন্দ।