জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ।
কমিটিতে আহ্বায়ক হিসেবে জনাব মোহাম্মদ সাফায়েত উল্লাহ সহ সাত সদস্যবিশিষ্ট এই কমিটিকে এক মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আহব্বায়ক সাফায়েত উল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে ছাত্র। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটির বাকি ছয় জন সদস্য মো. ওলিয়ার রহমান মুরাদ, মো. আব্দুস সালাম, মো. কাউছার হামিদ, মো. মামুন ভূইয়া, ড. মো. সাফায়েত হোসেন এবং মো. আল-আমিন শেখ