জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ৩০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারন আর আন্দন্দে মেতে উঠবে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
এরই মধ্যে পুনর্মিলনী সফল করতে বেশ করেকটি বৈঠক করেছে অনুষ্ঠানের জন্য গঠিত ‘প্রস্তুতি কমিটি’। পুরো প্রক্রিয়া এরই মধ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে। বাস্তবায়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
সমাজকর্ম বিভাগের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান বলেন, দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে আনন্দ র্যালি দিয়ে। সকাল ১০ টায় উদ্ভোদন অনুষ্ঠান, পরে অথিতিদের বক্তব্য, ক্রীয়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র সহ মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
এছাড়া পুনর্মিলনী উপলক্ষ্যে একটি সুভ্যেনিয়র প্রকাশ করা হবে। এতে সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারনমুলক লেখা স্থান পাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে।