ঢাবি প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন পিরোজপুরের সন্তান শেখ মো: তাওহীদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষবর্ষের শিক্ষার্থী।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু ইউনুস স্বাক্ষরে হলের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
শেখ মো: তাওহীদুল ইসলাম জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী এই সংগঠনে আমাকে যে নতুন দায়িত্ব দেয়া হয়েছে তা আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে পালন করবো ইনশাআল্লাহ।