ক্রীড়া প্রতিবেদকঃ
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলনি নিজের দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, যারা এখনো মাঠে নামার সুযোগ পায়নি তারা সবাই প্রস্তুত হও!
গত ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে হারের পর দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বিশেষ করে লিওনেল স্কোলনি যখন থেকে দলটির দায়িত্ব নিয়েছেন তার পর থেকে দলটি ছুটছে দুরন্ত হয়ে। সর্বশেষ গতকাল হান্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাআর রেকর্ড গড়েছে দলটি। তবে ম্যাচে দেখা যায়নি দলের একাধিক নিয়মিত মুখকে। তাইতো ম্যাচ শেষে কোচ লিওনেল স্কোলনি বেঞ্চের ফুটবলারদের প্রস্তুত হবে।
গতকাল ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি প্রত্যাশা অনুযায়ী শেষ হয়েছে। আমি সন্তুষ্ট। যে সমস্ত খেলোয়াড়রা খেলার সুযোগ পায়নি তাদেরকে বলবো সবাই প্রস্তুত হও। আমি বেশ কিছ বদলী বেঞ্চের খেলোয়াড়দের কাল মাঠে নামিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারাই খেলতে নেমেছে তারাই নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছেন”।