নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বিজয়নগর উপজেলা (৫নং ওয়ার্ড) থেকে সদস্য প্রার্থী ছাত্রনেতা কাজি আশিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী কাজি আশিক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজসেবক।
বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কাজী বাড়ির সন্তান কাজী আশিকুর রহমান। সদস্য পদে নির্বাচন করার ব্যাপারে তিনি বলেন, যদি সবার দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বিজয়নগরের সকল জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাব। বিজয়নগরের উন্নয়নে অংশীদার হয়ে মানুষের ভালবাসার এই মটির সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
উল্লেখ্য, যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩৩। ভোটাররা হলেন বিজয়নগর উপজেলা ইউনিয়নগুলোর চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।