জবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল।
শনিবার (২৭ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে নীলদলের নির্বাহী কমিটি নেতৃবৃন্দ, অনুষদ কমিটির নেতবৃন্দ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল , বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আবদুল্লাহ মাসুদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনার প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রদ্ধা নিবেদন শেষে নীলদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের মন্তব্য খাতায় অভিব্যক্তি লিখে প্রকাশ করেন। উল্লেখ্য, এ অনুষ্ঠান আয়োজনে আহ্বায়ক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমিন ও সদস্য সচিব হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাশরিক হাসান দায়িত্বে ছিলেন।