রাবি প্রতিনিধি,
মো.লিমন আহমেদ:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব গত ২২ আগষ্ট থেকে শুরু করে “রিসার্চ ম্যাথোডলজি এন্ড কম্পিউটার ইডেড ড্রাগ ডিজাইন” প্রোগ্রাম।
তিনদিনের এই ওয়ার্কসপের ট্রেনার ছিলেন প্রফেসর ড. মোঃ আবু রেজা (জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং মোঃ জুনায়েদ (প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল ইনভেস্টিগেটর,এডভান্সড বায়োইনফরমেটিক্স, কম্পিউটাসোনাল বায়োলজি এবং ডাটা সায়েন্স ল্যাবরেটরি, বাংলাদেশ)। এই প্রোগ্রামে দেশের ১০ টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রথম দিনে রিসার্চ ম্যথেডলজি সম্পর্কে আলোচনা করা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন নিয়ে আলোচনা করা হয়।
আজ ৫ টায় এই ওয়ার্কশপের ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি সঞ্চালনা করেন, কারিমা কান্তা (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব)।
প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম এবং উপস্থিত ছিলেন মোঃ সেলিম খান ( ভারপ্রাপ্ত পরিচালক, বিসিএসআইআর ল্যাবেরটরিজ রাজশাহী)।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রফেসর তারিকুল হাসান, (রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম।
প্রোগ্রামের শুরুতেই ক্লাবের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলামকে ক্রেস্ট তুলে দেয়, ক্লাবের সভাপতি আবিদ হাসান।
উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম তার বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে বিভিন্ন তথ্য খুব দ্রুত আমদের কাছে পৌছে যায়, তাই উন্নত বিশ্ব আর আমাদের অনুন্নত ভাবার কোন সুযোগ নাই। আমরা নিজেদের দক্ষতা দিয়ে আমাদের দেশকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান তার বক্তব্যে বলেন, আমরা বিজ্ঞান প্রচারে এবং মানুষের মাঝে বিজ্ঞানের আগ্রহ তৈরী করতে বিভিন্ন আয়োজন করে থাকি। আমাদের পরবর্তী আয়োজন বিজ্ঞান মেলা যার রেজিষ্ট্রেশন আজ থেকে শুরু হলো fiesta.rusc.org.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করা যাবে।