ডেস্ক রিপোর্ট:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ ব্যাচের শিক্ষার্থী এবং বিএনসিসি ক্যাডেট উন্নয়ন গবেষক মোঃ মহিউদ্দিন (বন্ধু) ।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জেলা প্রশাসক অফিসের চলার পথে শিরীন বেগম নামে এক বৃদ্ধা কান্না করছে। মহিউদ্দিন বন্ধু বৃদ্ধা থেকে তার কষ্টের কারণ জানতে চাই। প্রবীন শিরীন বেগম বলে আমার স্বামী চননু তালুকদার মারা গেছে অনেক দিন হচ্ছে।আমার চার ছেলে দুই মেয়ে। পুরাতন ঢাকার বাবুবাজারে আমার ৭তলা বিশিষ্ট বাসা রয়েছে। কিন্তু আমার ছেলেমেয়েরা আমার ভরণপোষণ দেয় না। আমি কিডনী রোগ আক্রান্ত আমার ঔষধ, খাওয়া,থাকা অনেক কষ্ট হচ্ছে। আমার সাথে ছেলেমেয়েরা অনেক খারাপ আচরণ ও নির্যাতন করে এবং আমাকে হুমকি দেয়।
এমতাবস্থায় তরুণ সমাজসেবক মহিউদ্দিন বন্ধু প্রবীণ শিরীন বেগম প্রতি মমতাময়ী হয়ে বলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ।তারপর মোঃ মহিউদ্দিন বন্ধু পিতা মাতার ভরণপোষণ আইন ২০১৩ বাস্তবায়ন, সম্পত্তি থেকে প্রবীন এর অংশ তাকে দেওয়া এবং প্রবীণ শিরীন বেগম সাথে খারাপ আচরণ ও নির্যাতন বন্ধ করে তাকে সুব্যবস্থা দাবি নিয়ে জেলা সমাজসেবা অফিসে গিয়ে কর্মকর্তা সাথে কথা বলে তারপর পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ব্যাবস্থা নেওয়া জন্য অনুরোধ করে। বৃদ্ধা অশ্রুময় হয়ে মহিউদ্দিন বন্ধু কে ধন্যবাদ দোয়া কামনা করে।
রাতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ গিয়ে উক্ত পরিবারের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।সকালে মহিউদ্দিন বন্ধু বৃদ্ধা খোঁজ খবর নিতে গেলে বৃদ্ধা আনন্দের সাথে জানায় সব মিটমাট হয়ে গেছে ।
উন্নয়ন গবেষক মোঃ মহিউদ্দিন বন্ধু গনমাধ্যমে কে বলেন সমাজে যারা বৃদ্ধ মা বাবাকে অসম্মান করে তাদের কে সামাজিকভাবে বইকট করা হয়।পিতা মাতার ভরণপোষণ আইন ২০১৩ সম্পর্কের সচেতনতা এবং আইন এর প্রয়োগ বাস্তবায়ন করা হয়। উক্ত আইনের সাথে আরো সংযুক্তি হিসেবে চাকরি-বাকরি নিয়োগের ক্ষেত্রে এবং পরবর্তী চাকরি চলাকালীন সময়ে বাৎসরিক অভিভাবক থেকে চারিত্রিক এবং অভিভাবকের দায়িত্ব পালন করছে এই মর্মে লেটার নেওয়ার ব্যবস্থা করা হোক।
মহিউদ্দিন বন্ধু আরো বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শুদ্ধাচার, মানবিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করা হয়। তাহলে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমির বাংলাদেশ বাস্তবায়ন হবে। সোনার মানুষ তৈরি হলে সোনার দেশ তৈরি হবে। এর মাধ্যমে সোনার বাংলা গঠন হবে।
নব্য আইকন মোঃ মহিউদ্দিন বন্ধু সম্পর্কে অনুসন্ধানে জানা যায় বিগত সময়ে বাংলাদেশ দ্রুত সময়ে শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যমন্ডিত সোনার বাংলা করার জন্য বান্দরবান ও চট্টগ্রাম জেলা প্রশাসক এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী সহ-সংশ্লিষ্ট দপ্তরে প্রজেক্ট পাঠায়। তার এলাকায় তরুণদের নিয়ে কয়টি বাজারও পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে। ভিক্ষুক মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন এর সহযোগিতায় তার এলাকায় প্রতিবন্ধী -প্রবীণদের নিয়ে মিটিং সহযোগিতা উন্নয়ন পরিকল্পনা কাজ করছে। এবং সারাদেশে বাস্তবায়নের চেষ্টা করছে। মহিউদ্দিন বন্ধু করোনা ভাইরাস মহামারী সময়েও কোয়ান্টাম ফাউন্ডেশন সাথে দাফন সেবা কার্যক্রমে অংশগ্রহণ করে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে কাজ করে । কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শিক্ষা, স্বাস্থ্য, খাবার, বাসস্থান অন্যান্য বিষয় পর্যবেক্ষক করে এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শিক্ষা ও উন্নয়ন লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের মতবিনিময় আলোচনা সভা করে।তাছাড়া সিলেট সুনামগঞ্জ ভয়াবহ বন্যা সংকট মোকাবেলা এবং পূর্ণবাসীর জন্য জেলা প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিন দফা প্রস্তাব পেশ করেন।
পরিবেশ ও জলবায়ু রক্ষায় ও ভূমিকা রাখতে মহিউদ্দিন বন্ধু সেন্টমার্টিন দ্বীপ পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যময় এবং আরো প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে দ্বীপকে আরো সমৃদ্ধ জন্য কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সাথে আলোচনা করে । উক্ত উদ্যাগ বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসক নির্দেশ টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ কায়সার খসরু সাথে কর্ম পরিকল্পনা করে।
তরুণ নব্য আইকন মহিউদ্দিন বন্ধু জনসচেতনতা, সাধারণ মানুষের সমস্যা সমাধানে সহ দেশের উন্নয়নে সোনার বাংলা গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছে ।
তরুণ সমাজসেবক মোঃ মহিউদ্দিন বন্ধু ছোটবেলা থেকে বিতর্ক শিক্ষা সংস্কৃতিতে সাফল্যের ভূমিকা রাখে।
তিনি নেদারল্যান্ড কিংস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু পুরস্কার ২০১৯ এর সম্মাননা সনদ অর্জন করে। এছাড়া তিনি অনেক আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের ইনভাইটেশন পেয়েছে।
তিনি অ্যাম্বাসেড ইন্টারন্যাশনাল ইউথ কনফারেন্স, প্রেসিডেন্ট -পরিবেশবন্ধু ভলেন্টিয়ার্স, ক্যাডেট -বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ।
এই মানবিক উদ্যোগী তরুণ জবি শিক্ষার্থী মোঃ মহিউদ্দিন বন্ধু দেশ ও বিশ্ব শান্তির জন্য কাজ করতে চাই। তিনি সকালের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে।