স্পোর্টস ডেস্ক:
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রায় দেড় যুগ পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুই ধাপে অনুষ্ঠেয় এই সিরিজের শুরু হবে ২০ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে।
সিরিজে সাতটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে দুই দল। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিবৃতিতে পিসিবি পরিচালক জাকির খান বলেন, ‘পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। প্রথমে সেপ্টেম্বর এবং পরে ডিসেম্বরে আবারও আমাদের দেশ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল।’
সিরিজের প্রথম চারটি টি-টোয়েন্টি হবে করাচিতে। শেষ তিনটি হবে লাহোরে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২, ২৩, ২৫, ২৮ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৫টি ম্যাচ।
২ অক্টোবর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সব ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এরপর দ্বিতীয় ধাপে ডিসেম্বরে টেস্ট খেলতে আসবে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে ৯-১৩ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টেস্টটি। এরপর ১৭-২১ ডিসেম্বর মুলতানে হবে দ্বিতীয় টেস্ট।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৮ ডিসেম্বর করাচিতে।
সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফরে এসেছিল ইংল্যান্ড। আসন্ন সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর। সেবার নিরাপত্তা ইস্যুতে সিরিজটি বাতিল করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।