শিক্ষা ডেস্ক:
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো শেষের পথে। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন।বেশিরভাগ শিক্ষার্থীরই প্রশ্ন কোথায় ভর্তি হব? কোন ইউনিভার্সিটি ভালো হবে? থাকা খাওয়ার খরচ কেমন? এই প্রসঙ্গেই কিছু কথা।
বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট হিসেবে আপনি কোথায় ভর্তি হবেন এটা আপনার ব্যাপার, নিজস্ব পছন্দ।
ঢাকায় হলবিহীন থাকলে প্রতিমাসে কমপক্ষে আপনার খরচ হবে ৫০০০-৬০০০ টাকা (হাতখরচ বাদে)। আবাসিক হল পেলে ভাড়ার খরচ বাঁচবে ২৫০০-৩০০০ টাকা। সব জিনিসপত্রের দাম বেড়েছে। ঢাকায় আবাসন সুবিধা না পেলে একটু বিপাকে পড়তেই হবে, ফ্যামিলি সাপোর্ট থাকলে সমস্যা নেই। ফ্যামিলি সচ্ছল থাকলে ঢাকায় যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন।
বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায়, এর একটা বড় অংশ মধ্যবিত্ত, নিম্বমধ্যবিত্ত। অনেকেই এদের স্বপ্ন দেখায়। ঢাকায় দুইটা টিউশন করলেই ১৫-২০ হাজার টাকা পাবে। এই কথাটা পুরোপুরি সত্য নয়। দুইটা টিউশন ২০ হাজার পাওয়া যায় সে ধরনের পড়ানোর স্কিল কিংবা সেরকম ফ্যামিলির টিউশন পেলে। বেশিরভাগ টিউশনের দাম ৩-৮ হাজার টাকা। অংক, ইংরেজি, সাইন্স, কমার্সের সাবজেক্ট না পড়াতে পারলে টিউশন পেতে বেগ পেতে হবে প্রচুর। আপনার এই শহরের নাগরিক জীবনে যুক্ত হবে দুশ্চিন্তা। চোখের সামনে বাবা – মায়ের বৃদ্ধ হওয়া দেখবেন কিন্তু কিছুই করার থাকবে না।
ধরুন, আপনার বাসা কুষ্টিয়াতে, আপনি গুচ্ছতে চান্স পেয়েছেন। বাবা কৃষক, আরও দুই ভাই বোন আছে লেখাপড়া করছে, যাদের দায়িত্ব বাবার উপর। আপনার দায়ভার নিতে বাবার কষ্ট হচ্ছে। আমার মতে, ঢাকায় মেসে থেকে দুশ্চিন্তা করার চেয়ে সেখানে বসে সুন্দরমতো লেখাপড়া করা ভালো।
আবার, আপনার বাবার টাকা রয়েছে, অভাব নেই। তাহলে আপনি যে কোন জায়গাতেই ভর্তি হতে পারেন।
দেশের কোন ইউনিভার্সিটিই আপনাকে হাতে চাকরি ধরিয়ে দিবে না, যেখানেই পড়ুন কষ্ট করে পড়তে হবে। যে কোন ইউনিভার্সিটি থেকে যেকোনো সাবজেক্টে ভালোবাসা নিয়ে পড়লে ভালো জায়গায় যাওয়া সম্ভব। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ঢাকায় হলবিহীন ইউনিভার্সিটিতে পড়তে হলে, সেখানে খাবার ও থাকার খরচ চালাতে গেলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এই শহর আপনাকে অনেক কিছু শেখাবে। শেখাবে সংগ্রাম, শেখাবে অভাব, শেখাবে জীবনের প্রতিটি প্রতিকূল পরিবেশে লড়াই করে টিকে থাকার সক্ষমতা । এতসব নিতে পারলেই ঢাকা শহরে আপনাকে পড়ালেখার জন্য স্বাগতম। নইলে নিজ কিংবা পাশের জেলা শহরের ইউনিভার্সিটিই উত্তম।