ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে বেরিয়ে এসেছিল কথিত বহু ভদ্র মানুষের আসল চেহারা
।
অভিযানে বিচারপ্রার্থীদের সাথে আইনজীবী পরিচয়ে প্রচারণাকারী একাধিক টাউট আটক হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির সামনে ব্যাপক জটলা। অনেক আইনজীবী ভিড় করে আছেন। দেখা গেল এক নারী আইনজীবীকে ঘিরে ভিড়। সবাই বলাবলি করছে, ‘এই নারী আইনজীবী তো আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন। তিনি নাকি ভুয়া!’
এর পরই অনেক আইনজীবীর চক্ষু চরকগাছ। শুধু আইনজীবী নই। আমাদের চারপাশে এমন অসংখ্য প্রতারক ঘুরঘুর করছে প্রতিনিয়ত। তাই ব্যক্তি সততার বিকল্প নেই।