জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ( জবিআস) এর আয়োজনে শুক্রবার (২৬ আগষ্ট) এ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে এ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে জবিআস এর সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। প্রধান আলোচক হিসেবে থাকবেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম সুজা উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য রেজীনা ওয়ালী লীনা, আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল এবং কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ-সভাপতি এনামুল হক বাবু।
প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য সরকারি, বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন। ৩ ধাপে এই প্রতিযোগিতায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপর নির্ধারিত কবিতা থেকে আবৃত্তির মাধ্যমে সেরা দশজনের প্রথম ৩ জনকে ক্রেস্ট, বই এবং কৃতিত্বের সনদ প্রদান এবং পরবর্তী ৭ জনকে বই এবং কৃতিত্বের সনদ প্রদান করা হবে। বিজয়ী প্রথম দুইজনকে নিয়ে আয়োজনের রেডিও ধ্বনিতে থাকবে বিশেষ আয়োজন। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।