আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানী ঢাকা থেকে দিল্লীতে পৌছানোর পরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়।
গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানের ওই উড়োজাহাজটির যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। ত্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে আরেকটি উড়োহাজাজ পাঠাতে হয় বিমানকে। ওই উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনতে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছে দিল্লীতে।
বিমানের একটি সূত্র জানায়, দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণে পর বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। এদিকে ওই উড়োজাহাজেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকায় ফেরার জন্য ১৬২ জন যাত্রী ইমিগ্রেশন শেষ করেন। উড়োজাহাজটির ত্রুটির কারণে ওই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া হয়নি।
হাইড্রোলিক পাইপ সারাতে সারাতে সময় বেশি লাগবে- এ কারণে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান। ঢাকা থেকে পাঠানো উড়োজাহাজটি স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে দিল্লি পৌছায়। এরপর যাত্রীদের নিয়ে ঢাকায় ফেরে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার (দিল্লি) মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, যাত্রীদের যাতে কোন কষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখা হয়। একইসঙ্গে তাঁদের খাবারও দেয়া হয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান সব সময় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে। এজন্য ত্রুটি দেখা দেয়ায় উড়োজাহাজটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লীতে পাঠানো হয়।
এর আগে গত ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে ৫ ঘন্টার বেশি সময় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে আটকে থাকতে হয়েছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডংগিয়ারে ত্রুটি হওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।