নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-এ১ বাংলাদেশ এর উদ্যোগে গত ৮ ই আগস্ট থেকে ১৪ ই আগস্ট পর্যন্ত “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ – ২০২২” এর আয়োজন করা হয়। এতে লিও ডিস্ট্রিক্ট ৩১৫-এ১ এর বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় এই বছরেই পথ চলা শুরু করা “লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস ” কার্যক্রমে অংশগ্রহণ করে৷ ২০ আগস্ট ২০২২ এ “বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়াম” এ অনুষ্ঠিত হয় “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ – ২০২২” এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন লায়ন্স জেলা ৩১৫-এ১ এর ২০২২-২৩ বর্ষের গভর্নর লায়ন ইন্জিনিয়ার মো. মোস্তফা কামাল পিএমজেএফ স্যার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় প্রফেসর ড . সৈয়দ আনোয়ার হোসেন স্যার , প্রফেসর বঙ্গবন্ধু চেয়ার , বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এ.কে.এম রেজাউল হক স্যার , এমজেএফ , পিসিসি , পিডিজি , প্রকৌশলী ওয়াহিদুর রহমান আজাদ , এমজেএফ , প্রাক্তন জেলা গভর্নর ও এলসিআইএফ কো – অর্ডিনেটর , মাল্টিপল জেলা ৩১৫ বাংলাদেশ এবং সদ্য প্রাক্তন জেলা গভর্ণর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ ( এমজেএফ ) । অনুষ্ঠানে সভাপতিত্ব করবছেন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া এমজেএফ , ২ য় ভাইস জেলা গভর্ণর ও চেয়ারপার্সন , ” বঙ্গবন্ধু সেবা সপ্তাহ -২০২২ ” ।সেই অনুষ্ঠানে “লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস প্রায় অর্ধশত লিও সদস্য নিয়ে হাজির হয়েছেন৷ বঙ্গবন্ধু সেবা সপ্তাহে রিপোর্ট জমা দিয়ে ৩য় স্থান অর্জন করে৷ এটি “লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস” এর প্রথম অর্জন৷ এর ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশা ব্যাক্ত করেছেন সেই ক্লাবের বোর্ড কমিটির নেতৃবৃন্দ। সর্বোপরি “লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস ” ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং লায়ন্স জেলা ৩১৫-এ১ এর ২০২২-২৩ বর্ষের সম্মানিত জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন কাজি জিয়া উদ্দিন বাসেত ভাইয়ার প্রতি।