রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী। জবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তার বসানো হয়েছে হেল্প ডেস্ক।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছে, বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ এর এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক ছিলো। আমাদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে এসেছে তারা।
এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শাহীন আলম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ছাত্রকল্যাণের ন্যায় রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদও একটি পরিবার। এই পরিবারের সকল সদস্যরা মিলে আমরা রাজশাহী জেলা থেকে আগত ২০২১-২০২২ সেশনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। আমরা তাদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিশ্চিত করেছি। পরীক্ষার্থীদের বই, ব্যাগ, মোবাইল ফোন আমাদের কাছে জমা রেখেছি এবং সংশ্লিষ্ট তথ্য দিয়ে তাদের হেল্প করেছি। আজকের ন্যায় শেষ পরীক্ষায় আমাদের সার্বিক সহযোগিতার ধারা চালু থাকবে। আমরা আমাদের রাজশাহী জেলার সকল ভাই বোনদের সার্বিক সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।