মোস্তাকিম ফারুকী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫এ ১-এর উদ্যোগে ‘বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২২’ উদ্বোধন হয়েছে। রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সেবা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ডিস্ট্রিক্ট ৩১৫এ ১-এর ২য় জেলা গভর্নর জাতীয় শোক দিবস কমিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ডিস্ট্রিক্ট ৩১৫এ ১-এর গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তুফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান একেএম রেজাউল হক এমজেএফ, সাবেক জেলা গভর্ণর শহিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিনিয়ার মোস্তুফা কামাল বলেন, আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধুর হত্যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তারপরও বঙ্গববন্ধু কন্য শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এই সেবা সপ্তাহকে কেন্দ্র করে ১৩৯ ক্লাব সারাদেশে ২০ তারিখ পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে উল্লেখযোগ্য দুই লক্ষ্য শ্রমিকের উপর আই ক্যাম্প পরিচালনা হবে, বিনামূল্যে পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা হবে।
তিনি আরও বলেন, দেশে মানবিক সমাজ গড়ে তুলতে হলে বর্তমান তরুন সমাজের মধ্যে মূল্যবোধ, দায়িত্ব, মানবতাকে জাগ্রতে করতে হবে। করোনাকালীয় সময়ে মানবতার নজীর দেখা গেছে। মানিক মূল্যবোধ, মানববতা কোথায় হারিয়ে গেছে। চাকুরী আর উচ্চ ডিগ্রির জন্য সবাই এখন মরিয়া। বর্তমানে মানবিক শিক্ষার বড় অভাব। শিক্ষা অর্জীত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ, সমাজ ও পরিবারের দায়িত্ব রয়েছে সেই মানসিকতা, মানবতাকে বর্তমান তরুন প্রজন্মের মনের মধ্যে জাগ্রত করতে সবাইকে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করলে আগামীতে তরুনরাই মানবিক সমাজ গড়ে তুলতে পারবে।