রাফিদ, ঢাকা:
ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬০ জনকে আগামী জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ রোববার তাদেরকে ছয় সপ্তাহের জামিন দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামালসহ বিএনপির আইনজীবীরা।
ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ আগস্ট সকালে পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় পৃথক দুটি মামলা করে।
এরমধ্যে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ৭১ জনের নাম উল্লেখ করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ট্রোমেনসহ ৬০ জন। এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাদেরকে জামিন দেয়।
আসামিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর সুপান, জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মো. আল আমিন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার আছেন।