জবি সংবাদদাতা:
২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে পাসের হার ৫৫.৬৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন।
উপাচার্য ইমদাদুল হক বলেন, পাস মার্ক ৩০ ধরে যোগ্যতা নির্ণয় করা হয়েছে। সে হিসেবে ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ফেল করেছে ৬৬ হাজার ৭১১ জন।
উপাচার্য আরও বলেন, এ ইউনিটে সম্মিলিত ভাবে প্রথম হয়েছে সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ। তাঁরা সর্বোচ্চ নম্বর ৮৭.৫০ পেয়েছে। কেউ যদি পুন নিরক্ষণের জন্য চায় তাহলে ২০০০ টাকা দিয়ে আবার নিরক্ষণ করতে পারবে। আর ২০ আগস্ট পরীক্ষার পর ভর্তির নিয়মাবলী প্রকাশ করে দেওয়া হবে।