ডেস্ক রিপোর্ট:
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের পরবর্তী আসরের আকর্ষণ বাড়াতে গত আসরের চেয়ে প্রায় তিনগুন প্রাইজমানি বাড়িয়েছে
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সবশেষ আসরে যেখানে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিলো ৬০ হাজার মার্কিন ডলার, আগামি আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি টাকা মতরো।
চ্যাম্পিয়ন পুরস্কারের সাথে বেড়েছে রানার্সআপ পুরস্কারের অর্থও। ২০১৮ সালে সবশেষ এশিয়া কাপের আসরে রানার্সআপ বাংলাদেশ পেয়েছিলো ৩০ হাজার মার্কিন ডলার, এবার রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় এক কোটি টাকা।
আগামি ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। শেষ হবে ১১ সেপ্টেম্বর। সংযুক্ত আরব-আমিরাত আয়োজন করবে এবারের এশিয়া কাপ। যদিও এই এশিয়া কাপের আয়োজক ছিলো শ্রীলঙ্কা, তবে অর্থনৈতিক ভাবে সঙ্কটে থাকা দেশটি শেষ মুহুর্তে আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে। ফলে টুর্নামেন্টটি হবে আরব-আমিরাতে।